মুখের কথায়ও মধু থাকে মৌচাকে নয় শুধু
মুখের কথায় আরো থাকে মন্ত্রশূন্য যাদু
মুখের কথা গলাতে পারে লৌহ কঠিন মন
মুখের কথায় হতে পারে শত্রু আপনজন।
মুখের কথায় হতে পারে ঠান্ডা কলিজাখানি
জুড়াতে পারে প্রানটা এই মুখের কথা শুনি
মুখের কথায়,তীর বিঁধে কখনো কখনো বুকে
মুখের কথায় আঘাত পেয়ে জলও আসে চোখে।
মুখের কথায় হতে পারে নানা মন্দ ভালো
মুখের কথায় আধাঁর নামে আবার জ্বলে আলো।
জবানটা দামী ভীষণ তাই বলব সাবধানে
রব্বে কারীম খুশী হবেন জবান নিয়ন্ত্রণে।
চাই যে সদা আসুক মুখে মধুমাখা কথা
আমার কথায় না পায় যেন কেউ একটুখানি ব্যাথা।