বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ অপরাহ্ন

মহানবী ( সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বানিয়াচংয়ের সর্বস্তরের উলামায়ে কেরাম ও তৌহিদ জনতার সমাবেশে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে কঠোর কর্মসুচীর হুশিয়ারী

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১২.৫৭ এএম
  • ৬৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিকারী পাপন চন্দ ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বানিয়াচংয়ে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট২০২৫) বিকাল ৪টায় স্থানীয় শহীদ মিনার অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা শায়খ মখলিছুর রহমান এবং সঞ্চালনা করেন মাওলানা মসিউর রহমান।

সমাবেশে বক্তারা বলেন নবীজী (সা.) কে নিয়ে কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। ইসলামের অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। এ জাতীয় কর্মকাণ্ডে প্রশাসনের নীরবতা জনগণের মাঝে ক্ষোভ সৃষ্টি করছে।

সমাবেশে আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাপন চন্দ ঘোষসহ জড়িতদের গ্রেফতার না করা হলে ২-৩ দিনের মধ্যে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তব্য রাখেন শাইখুল হাদীস আল্লামা ফজলুর রহমান খান, জননেতা সাখাওয়াত হাসান জীবন, জননেতা আহমদ আলী মুকিব আব্দুল্লাহ, মুফতী এখলাছুর রহমান রিয়াদ, ক্বারী কমর উদ্দীন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, মুফতী কাজী আতাউর রহমান, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, হাবিবুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, ডা. বশির আহমদ, মাওলানা মজিবুর রহমান, মাওলানা গোলাম কাদির, খন্দকার তালেব উদ্দীন, মাওলানা ইকবাল হুসাইন, মুফতি নাসির উদ্দীন আনসারী, মাওলানা সাদিকুর রহমান, মুফতী আমীর আহমদ, মাওলানা মুনতাসির আলম সোহান, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জনাব লুৎফুর রহমান, মাওলানা তাওহীদুল ইসলাম, মাওলানা ইমরান আহমদ উসমানী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

সমাবেশ থেকে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়।
আসামিকে আড়াল করা হলে বা তাকে গ্রেফতারে গাফিলতি হলে প্রশাসনকে এর জবাবদিহি করতে হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com