বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০ অপরাহ্ন

সময়ের ধ্বনি পত্রিকার নির্বাহী সম্পাদকের নির্বাচিত প্রবন্ধমালা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান এবং সওয়াবে রেসানী উপলক্ষে দোয়া মাহফিল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৯.৫৫ পিএম
  • ১০০ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

সময়ের ধ্বনি Shomoyerdhoni.com পত্রিকার নির্বাহী সম্পাদক, বহুগ্রন্থ প্রনেতা, বরেণ্য কবি ও প্রবীণ সাংবাদিক শায়খ তাজুল ইসলাম এর গবেষণাধর্মী ” নির্বাচিত প্রবন্ধমালা” এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ( ১৪ আগষ্ট ২০২৫ইং) স্থানীয়: নবীগঞ্জ কবি আশিকুল ইসলামের বাসভবনে, নির্বাচিত প্রবন্ধমালা গ্রন্থের লেখক প্রবীণ সাংবাদিক শায়খ তাজুল ইসলাম এর সভাপতিত্বে এবং সময়ের ধ্বনি Shomoyerdhoni.com পত্রিকার সম্পাদক ও প্রকাশক উমর ফারুক শাবুলের পরিচালনায় অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সময়ের ধ্বনি পত্রিকার উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল হালিম।

বিশেষ অতিথি মাওলানা আফজাল হোসাইন, অধ্যক্ষ তাহিরপুর আলিম মাদ্রাসা।
মাওলানা আলতাফ উদ্দিন, অধ্যাপক তাহিরপুর আলিম মাদ্রাসা।
কবি কাজী হাসান আলী, সভাপতি, নবীগঞ্জ, ইসলামী সাহিত্য পরিষদ, নবীগঞ্জ।
মাওলানা শাহ খলিল আহমদ, মোহতামিম, হযরত শায়খে গুনই মাদ্রাসা।
কবি ইব্রাহিম ইউসুফ, সভাপতি নবীগঞ্জ লেখক পরিষদ।
মাওলানা ফুজাইল আহমদ আমিরপুরী, মোহতামিম, জামিয়া আরাবিয়া মহিলা মাদ্রাসা ও একাডেমি।

প্রকশনা অনুষ্ঠানে সময়ের ধ্বনি পত্রিকার নির্বাহী সম্পাদক নির্বাচিত প্রবন্ধমালা ও নির্বাচিত প্রবন্ধমালা গ্রন্থের লেখক শায়খ তাজুল ইসলাম এর কৃতিত্বপূর্ণ বর্ণাঢ্য জীবনী আলোচনা করা হয়।

বক্তব্যে বক্তাগণ বলেন – শায়খ তাজুল ইসলাম তাঁর অমূল্য গ্রন্থের জন্য চির অমর হয়ে থাকবেন। তাঁর রচিত অর্ধশত গ্রন্থে দেশ জাতি ধর্মের বাস্তব চিত্র ফুটে উঠেছে। জাতীয় পুরস্কার প্রাপ্ত লেখক, কবি ও প্রবীন সাংবাদিক শায়খ তাজুল ইসলাম নির্বাচিত প্রবন্ধমালা গ্রন্থে সমাজের বিভিন্ন বাস্তব চিত্র তুলে ধরেছেন। তাঁর নির্বাচিত প্রবন্ধমালা পড়ে পাঠক অজানাকে জানবে এবং অনেক উপকৃত হবে। বক্তাগণ বলেন – বাংলাদেশে জাতীয় পর্যূয়ে যে কয়জন কবি, লেখক ও সাংবাদিক রয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে শায়খ তাজুল ইসলাম। শায়খ তাজুল ইসলামের দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

পরে, শায়খ তাজুল ইসলাম সাহেবের পিতা মাতার জন্য সওয়াব রেসানী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খতমে কুরআন, এতিমদের মধ্যে খাবার ও নগদ অর্থ বিতরণ করেন শায়খ তাজুল ইসলাম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com