ইচ্ছে জাগে পাখির মতো
ডানা মেলে উড়ে,
এই ধরণী দেখবো আমি
শুধুই ঘুরে ঘুরে।
কোথায় আছে সাগর-নদী,
কোথায় মরুভূমি,
কোথায় আছে পাহাড়-গিরি
সেথায় যাবো আমি।
উড়ে যাবো শাহজাহানের
প্রেমের গড়া তাজমহল,
এসব স্থানের রূপ যে সদাই
করে আমার মন দখল!
যাবো আমি আফ্রিকাতে
দেখবো গহীন বন,
একটু হলেও জুড়াবে
এই ছোট্ট কচিমন।