ইচ্ছে জাগে পাখির মতো
ডানা মেলে উড়ে,
এই ধরণী দেখবো আমি
শুধুই ঘুরে ঘুরে।
কোথায় আছে সাগর-নদী,
কোথায় মরুভূমি,
কোথায় আছে পাহাড়-গিরি
সেথায় যাবো আমি।
উড়ে যাবো শাহজাহানের
প্রেমের গড়া তাজমহল,
এসব স্থানের রূপ যে সদাই
করে আমার মন দখল!
যাবো আমি আফ্রিকাতে
দেখবো গহীন বন,
একটু হলেও জুড়াবে
এই ছোট্ট কচিমন।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০