ইমরান আহমদ উসমানী, বানিয়াচং থেকে :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয়ভাবে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে খেজুর গাছ প্রতীকে এমপি পদপ্রার্থী হিসেবে লড়বেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সফল সভাপতি মুফতী এখলাছুর রহমান রিয়াদ।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর দলীয় কার্যালয়ে ২য় ধাপে সিলেট চট্রগ্রাম বিভাগের প্রার্থী ঘোষণার অনুষ্ঠানে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ)আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব, মাজলুম জননেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। এর আগেই প্রথম ধাপে ঢাকা বিভাগের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
মনোনয়ন ঘোষণার সঙ্গে সঙ্গেই বানিয়াচংয়ে মুফতী এখলাছুর রহমান রিয়াদ এর সমর্থনে শতাধিক মোটরসাইকেল নিয়ে এক বিশাল শোডাউন পালিত হয়, শোডাউনটি বানিয়াচং শহীদ মিনার থেকে শুরু হয়ে বড় বাজার, আদর্শ বাজার, বাবুর বাজার, নতুন বাজার হয়ে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়।
এ সময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ মখলিছুর রহমান , সহ-সভাপতি মাওলানা শায়খ ইকবাল হুসাইন, মাওলানা মজিবুর রহমান, মুফতী নাসির উদ্দীন আনসারী, সাধারণ সম্পাদক মুফতী আমীর আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দীন খান ছালারে জমিয়ত মুফতী শাব্বির আহমদ শিবলী নোমানী, হাফিজ শহিদুল ইসলাম হবিগঞ্জ জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ সহ জমিয়ত যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের তৃনমূলের নেতৃবৃন্দ
নেতাকর্মীরা জানান, এখলাছুর রহমান রিয়াদ একজন আদর্শবান ও পরিশ্রমী তরুণ নেতৃত্ব, যিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সংগঠনের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, এবারের নির্বাচনে ‘বিজয়ের নিশান’ উড়িয়েই জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিবেন।
মুফতী এখলাছুর রহমান রিয়াদ জানান, “এই মনোনয়ন আমার ব্যক্তিগত নয়, এটি এলাকার সর্বস্তরের মানুষের চেতনার প্রতিফলন। আমি বিশ্বাস করি, মানুষের দোয়া, ভালোবাসা ও আস্থা থাকলে বিজয় অবশ্যই আসবে।