বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

খুকীর ইচ্ছা – রেহেনা খানম রহমান

  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৯.০৫ পিএম
  • ১৭ বার পঠিত

 

নভোমন্ডলে যাব আজ নভোযানে চড়ে,
দেখব সেথায় গ্রহ-নক্ষত্র কেমনে আছে পড়ে।

শূন্যলোকে করব ভ্রমন নাই কো কোন ভয়,
সৌরজগতের কক্ষপথ করব আজি জয়।

আকাশগঙ্গার মার্স ভেনাসে যাবে কি মোর সনে,
মার্কারী, জুপিটার, সেটার্ন, ইউরেনাস আর নেপচুনে?

সূর্য দাদা বড় গরম থাকব আমি সরে,
চন্দ্রলোকে যাব আমি না.সা.র রকেট চড়ে।

গ্রহ যারা আজও পড়েনি জ্যোতির্বিজ্ঞানীর নজরে
আবিষ্কার করব তাদের মহাযানে ঘুরে।

আমাদের দিনগুলো যে পরিচিত তাদেরই নামে
মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি আর সোমে।

আলো বাতাস জলে ভরা গ্রহ আমাদের পৃথিবী,
হেথায় বসে বিস্ময়ে দেখি গ্রহরাজির ছবি।

হাতছানি দিয়ে ডাকে সে মহাকাশের জগত,
সে জগত একদিন করব জয় এ হল মোর শপৎ।

লন্ডন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com