নভোমন্ডলে যাব আজ নভোযানে চড়ে,
দেখব সেথায় গ্রহ-নক্ষত্র কেমনে আছে পড়ে।
শূন্যলোকে করব ভ্রমন নাই কো কোন ভয়,
সৌরজগতের কক্ষপথ করব আজি জয়।
আকাশগঙ্গার মার্স ভেনাসে যাবে কি মোর সনে,
মার্কারী, জুপিটার, সেটার্ন, ইউরেনাস আর নেপচুনে?
সূর্য দাদা বড় গরম থাকব আমি সরে,
চন্দ্রলোকে যাব আমি না.সা.র রকেট চড়ে।
গ্রহ যারা আজও পড়েনি জ্যোতির্বিজ্ঞানীর নজরে
আবিষ্কার করব তাদের মহাযানে ঘুরে।
আমাদের দিনগুলো যে পরিচিত তাদেরই নামে
মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি আর সোমে।
আলো বাতাস জলে ভরা গ্রহ আমাদের পৃথিবী,
হেথায় বসে বিস্ময়ে দেখি গ্রহরাজির ছবি।
হাতছানি দিয়ে ডাকে সে মহাকাশের জগত,
সে জগত একদিন করব জয় এ হল মোর শপৎ।
লন্ডন।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০