আবার একটা যুদ্ধ চাই,
আত্মার মাঝে শান্তি নাই।
মানুষ রূপে মানুষ কই?
পশুর দেহে আঁকড়ে রই।
কুকুর গেলো শেয়ালটা এলো,
লাউয়ের নামই কদু তবে?
হায়নারা সব একি হবে
রূপটা পালটে রূপটা রবে।
মরীচিকার পিছন আজ
চিন্তা গুলো নিচ্ছে ভাঁজ।
বোয়াল ছেড়ে তিমি ধর
নিজে ছাড়া সবাই পর।
নদীর জলে সাঁতার দিতে
সাগর জলে হাবুডুবু।
ময়লা ছেড়ে মরিচ গুড়োয়
এখন তবে সবাই চুবু।
কালো মেঘের আঁধার দিন
মানুষ গুলো দৈত্য জ্বিন।
একি বীজের শুকনো গাছ
হীরা গুলো খাঁটি কাঁচ।
গত ছিলো অগ্নিশিখা
বর্তমানটা অগ্নিগিরি।
পাহাড় চূড়ায় উঠতে গিয়ে
আটকে গেলে সুরু গিরি।