আবার একটা যুদ্ধ চাই,
আত্মার মাঝে শান্তি নাই।
মানুষ রূপে মানুষ কই?
পশুর দেহে আঁকড়ে রই।
কুকুর গেলো শেয়ালটা এলো,
লাউয়ের নামই কদু তবে?
হায়নারা সব একি হবে
রূপটা পালটে রূপটা রবে।
মরীচিকার পিছন আজ
চিন্তা গুলো নিচ্ছে ভাঁজ।
বোয়াল ছেড়ে তিমি ধর
নিজে ছাড়া সবাই পর।
নদীর জলে সাঁতার দিতে
সাগর জলে হাবুডুবু।
ময়লা ছেড়ে মরিচ গুড়োয়
এখন তবে সবাই চুবু।
কালো মেঘের আঁধার দিন
মানুষ গুলো দৈত্য জ্বিন।
একি বীজের শুকনো গাছ
হীরা গুলো খাঁটি কাঁচ।
গত ছিলো অগ্নিশিখা
বর্তমানটা অগ্নিগিরি।
পাহাড় চূড়ায় উঠতে গিয়ে
আটকে গেলে সুরু গিরি।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০