বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ের গুরত্ব দিতে হবে – বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিঞা মো: নূরুল হক

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৮.৫১ পিএম
  • ৬৭ বার পঠিত

 

শনিবার (৮ আগষ্ট) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের আমীরখানী রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক, ছাত্র শিক্ষক ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো: নূরুল হক।

জামিয়া রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মমশাদ হাসানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সাজ্জাদ বিন লাল এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলামা মাশায়েখ পরিষদ লন্ডন ইউকে এর সম্মানিত সভাপতি এ কে এম শায়খ মওদুদ হাসান, বিএসডি মহিলা মাদ্রাসার সুপার মাওলানা মুবাশ্বির আহমদ, আদর্শ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, সহকারী সুপার মাওলানা আতাউর রহমান, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা দক্ষিণ পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা উমর ফারুক শাবুল, কাকাইলছেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক মোফাজ্জল হোসেন, শিবপাশা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সদস্য মো: শাহজাহান সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে মাদ্রাসার পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং আজমিরীগঞ্জ উপজেলার অনুদান বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পক্ষে জলসুখা দক্ষিণ পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা উমর ফারুক শাবুল, কাকাইলছেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মোফাজ্জল হোসেন, শিবপাশা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সদস্য মো: শাহজাহান মিয়া প্রধান অতিথি চেয়ারম্যান মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিঞা মোঃ নূরুল হক বলেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আলিয়া মাদ্রাসাগুলোকে শুধু ধর্মীয় শিক্ষা নয়, আধুনিক প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক শিক্ষার সঙ্গে সমন্বয় করে যুগোপযোগী শিক্ষায় রূপান্তর করা হচ্ছে।

তিনি আরও বলেন, গত এক দশকে যেসব সরকার ক্ষমতায় ছিল, তাদের অনেকেই মাদ্রাসা শিক্ষাকে অবহেলা করেছে। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকার মাদ্রাসাগুলোর দিকে কোনো দৃষ্টিও দেয়নি। বর্তমান সরকারই এই খাতে উন্নয়নের দ্বার খুলে দিয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com