অন্যেরা বলে কবি,
দর্পনে দেখি ছবি,
সত্যিই কি আছে আমার এইটুকু গুণ,
পনেরো বছর থেকে
গল্প-কবিতা লেখে,
খোঁটা শুনি যদি খসে পান থেকে চুন।
শত লোকে বললে তা ভালো,
আমি বললেই মুখ কালো!
বলে কবি নিজেরা সাফাই গায় না,
বলি ও অর্বাচিন,
বড়াই করিনি ক্ষীণ,
গেয়ো যোগী আসলেই ভিখ পায় না।
বলছিনা নিজে বড় কবি-লেখিকা,
তবু নয় গর্দভ কিবা চামচিকা,
এটুকু বলতে পারি পথিক ঐ পথের,
পরোয়া করিনা অন্যদের দ্বী-মতের।
সময় এলে একদিন জানবে কি সত্য,
তার আগে বুঝবেনা সেবনেও পথ্য।
মন তাই তোমাদের বুঝাতেও চায় না।
গেয়ো যোগী নিজ ঘরে কভু ভিখ পায় না।