অন্যেরা বলে কবি,
দর্পনে দেখি ছবি,
সত্যিই কি আছে আমার এইটুকু গুণ,
পনেরো বছর থেকে
গল্প-কবিতা লেখে,
খোঁটা শুনি যদি খসে পান থেকে চুন।
শত লোকে বললে তা ভালো,
আমি বললেই মুখ কালো!
বলে কবি নিজেরা সাফাই গায় না,
বলি ও অর্বাচিন,
বড়াই করিনি ক্ষীণ,
গেয়ো যোগী আসলেই ভিখ পায় না।
বলছিনা নিজে বড় কবি-লেখিকা,
তবু নয় গর্দভ কিবা চামচিকা,
এটুকু বলতে পারি পথিক ঐ পথের,
পরোয়া করিনা অন্যদের দ্বী-মতের।
সময় এলে একদিন জানবে কি সত্য,
তার আগে বুঝবেনা সেবনেও পথ্য।
মন তাই তোমাদের বুঝাতেও চায় না।
গেয়ো যোগী নিজ ঘরে কভু ভিখ পায় না।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০