বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

আজমিরীগঞ্জ প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৮.৫৮ পিএম
  • ৪৯ বার পঠিত

মোঃ আশিকুর রহমান আজমিরীগঞ্জ: স্টাফ রিপোর্টার ;

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপনে   আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সকাল ১১ টা আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আজমিরীগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা  নিবিড় রঞ্জন তালুকদার এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার হাসিবুল ইসলামের এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয় । এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রঞ্জন তালুকদার, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহব্বায়ক মোঃ মোহন মিয়া তালুকদার , উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোঃ জিবলু আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক  একরাম হোসেন , উপজেলা ছাত্র  শিবিরের সভাপতি মামুন হাসান প্রমূখ। বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান” ছিল জনগণের অধিকার আদায়ের এক বলিষ্ঠ প্রতিচ্ছবি, যা বর্তমান প্রজন্মকে গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে চলার অনুপ্রেরণা দেয়। ছাত্র-জনতার গণআন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটে। এবং সভার মাধ্যমে আজমিরীগঞ্জের  মানুষ আবারও স্মরণ করলেন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং অঙ্গীকার করলেন আগামী প্রজন্মকে এই ইতিহাস সম্পর্কে সচেতন করার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com