সাঈদ মানে
বীর ,মহাবীর ,
বুক খোলা চিরউন্নত শির l
সাঈদ মানে
হিমালয় চুঁড়া,
গুলীতে বুক হয়েছে ঝাঁঝরা
ঐ চুঁড়া হয়নি গুঁড়া l
সাঈদ মানে
তরুণ মনের অরুণ ,
আগ্নেয়গিরির বিস্ফোরণ l
সাঈদ মানে
আরেক নূর হোসেন নূর ,
চেতনার অগ্নিশিকা নব সুর l
সাঈদ মানে
এই যুগের মুক্তিযোদ্ধা ,
তার জন্য এক সাগর শ্রদ্ধা l
সাঈদ মানে
নতুন বাংলাদেশ ,
বুকভরা সাহস অশেষ l
প্রবাস ভবন ,
লেস্টার সিটি ,ইংল্যান্ড l