সাঈদ মানে
বীর ,মহাবীর ,
বুক খোলা চিরউন্নত শির l
সাঈদ মানে
হিমালয় চুঁড়া,
গুলীতে বুক হয়েছে ঝাঁঝরা
ঐ চুঁড়া হয়নি গুঁড়া l
সাঈদ মানে
তরুণ মনের অরুণ ,
আগ্নেয়গিরির বিস্ফোরণ l
সাঈদ মানে
আরেক নূর হোসেন নূর ,
চেতনার অগ্নিশিকা নব সুর l
সাঈদ মানে
এই যুগের মুক্তিযোদ্ধা ,
তার জন্য এক সাগর শ্রদ্ধা l
সাঈদ মানে
নতুন বাংলাদেশ ,
বুকভরা সাহস অশেষ l
প্রবাস ভবন ,
লেস্টার সিটি ,ইংল্যান্ড l
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০