পথিক পথ চলে যাবে আপন নীড়ে হেঁটে হেঁটে,
তাঁর লক্ষ্যে এগিয়ে চলে সকলের অজান্তে কষ্টে।
কে কি বললো কভু শোনার জরুরি মনে করে না,
গুণী যে জন করে এরূপ অন্যের পিছে পড়ে না।
নিন্দুকের স্বভাব নিন্দা করা ভালো সয় না তাঁর ,
পরিশ্রীকারতা ও হঠকারিতা স্বভাব যাঁদের।
তাঁরা করে দুর্নাম যাঁদের পরের ভালো সয়না ,
কবি কহে “কুজনে কু-রব করে সু-রব নাশিয়া”।
কতিপয় নরকের কীট কলুষিত করে রাজ ,
ওদের কাজ অশান্তি সৃষ্টি-নেই কোন আর কাজ।
কুকুর করে ঘেউ ঘেউ হাতি চলে আপন মনে,
হাতি সে নেয় না কুকুরের পিছু- চলে স্বীয় ধ্যানে।
পরতে পরতে গরিমা চলনে বলনে তাদের,
পরের যশ খ্যাতি সহ্য হয় না-এরা কুলাঙ্গার।
খুলনা, বাংলাদেশ।