পথিক পথ চলে যাবে আপন নীড়ে হেঁটে হেঁটে,
তাঁর লক্ষ্যে এগিয়ে চলে সকলের অজান্তে কষ্টে।
কে কি বললো কভু শোনার জরুরি মনে করে না,
গুণী যে জন করে এরূপ অন্যের পিছে পড়ে না।
নিন্দুকের স্বভাব নিন্দা করা ভালো সয় না তাঁর ,
পরিশ্রীকারতা ও হঠকারিতা স্বভাব যাঁদের।
তাঁরা করে দুর্নাম যাঁদের পরের ভালো সয়না ,
কবি কহে "কুজনে কু-রব করে সু-রব নাশিয়া"।
কতিপয় নরকের কীট কলুষিত করে রাজ ,
ওদের কাজ অশান্তি সৃষ্টি-নেই কোন আর কাজ।
কুকুর করে ঘেউ ঘেউ হাতি চলে আপন মনে,
হাতি সে নেয় না কুকুরের পিছু- চলে স্বীয় ধ্যানে।
পরতে পরতে গরিমা চলনে বলনে তাদের,
পরের যশ খ্যাতি সহ্য হয় না-এরা কুলাঙ্গার।
খুলনা, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০