২১ জুলাই ২৫ সালে ঘটলো
একি দৃশ্য,
কত শিশু প্রাণ হারালো
মা বাবারা নি:স্ব।
ধ্বংস হলো দেশের সম্পদ
কত মৃত দেহ,
কান্নার আওয়াজ দূর-দুরান্তে
বাঁচলো নাতো কেহ।
রক্ত দিতে মানবতার
ফিরিওয়ালা আছে,
একটু হলেও থাকবে ওরা
বিধ্বস্তদের পাশে।
দেশের এমন হাল-হকিকত
চমক লাগে চোখে,
ব্যথায় পাথর হয়ে গেছি
কষ্ট লাগে বুকে।
আল্লাহ তুমি এমন মরণ
দিও নাকো কারে,
মরার সময় কালেমাটা
পড়তে সবাই পারে।
এই মোনাজাত করি প্রভু
অধম কাঙাল আমি,
পার করিও মাবুদ আল্লাহ
বিচার দিনের স্বামী।
পতনউষার, কমলগঞ্জ, মৌলভীবাজার, সিলেট।