অন্যায় আর অবিচার,
সহ্য হয় না আর প্রাণে,
কত মায়ের কোল খালি হয়,
এই পাষাণদের অত্যাচারে।
রক্তে ভেজে মাটি রোজ,
আঁধার নামে দেশেতে,
আর কতকাল থাকবে নীরব,
চোখ বুজে সব দেখে রে?
ভয়কে ভেঙে রুখে দাঁড়াও,
সময় আজ এসেছে,
এক হয়ে সব অন্যায়কে,
আজ রুখতে হবে।
প্রতিটি প্রাণ মূল্যবান,
প্রতিটি স্বপ্ন দামি,
সন্ত্রাসীদের রাজত্বে,
আর নত হব না আমি।
আজ হয়েছে সোহাগের সাথে,
কাল হয়তো তোমার আমার,
তাই বিপ্লবী কণ্ঠে আওয়াজ তুলি,
এই খুনিদের ফাঁসি এবার!