অন্যায় আর অবিচার,
সহ্য হয় না আর প্রাণে,
কত মায়ের কোল খালি হয়,
এই পাষাণদের অত্যাচারে।
রক্তে ভেজে মাটি রোজ,
আঁধার নামে দেশেতে,
আর কতকাল থাকবে নীরব,
চোখ বুজে সব দেখে রে?
ভয়কে ভেঙে রুখে দাঁড়াও,
সময় আজ এসেছে,
এক হয়ে সব অন্যায়কে,
আজ রুখতে হবে।
প্রতিটি প্রাণ মূল্যবান,
প্রতিটি স্বপ্ন দামি,
সন্ত্রাসীদের রাজত্বে,
আর নত হব না আমি।
আজ হয়েছে সোহাগের সাথে,
কাল হয়তো তোমার আমার,
তাই বিপ্লবী কণ্ঠে আওয়াজ তুলি,
এই খুনিদের ফাঁসি এবার!
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০