পাথর দিয়ে মানুষ মারে
দেখছি এখন বাংলাদেশে ,
আমরা কি মানুষ আছি
থাকি যারা এই দেশে ?
মানুষ যদি অমানুষ হয়ে
করে এমন নিষ্ঠুর কাজ ,
আদিম-বর্বর যুগে আছি
বলতে মনে নেই তো লাজ।
এই দৃশ্যটি দেখি যে আজ
নিস্তব্দ হলো আমার বাক ,
এমন যুগের অবসান চাই
বাকরুদ্ধ দেশ মুক্তি পাক।
প্রবাস ভবন ,
লেস্টার সিটি ,ইংল্যান্ড।