পাথর দিয়ে মানুষ মারে
দেখছি এখন বাংলাদেশে ,
আমরা কি মানুষ আছি
থাকি যারা এই দেশে ?
মানুষ যদি অমানুষ হয়ে
করে এমন নিষ্ঠুর কাজ ,
আদিম-বর্বর যুগে আছি
বলতে মনে নেই তো লাজ।
এই দৃশ্যটি দেখি যে আজ
নিস্তব্দ হলো আমার বাক ,
এমন যুগের অবসান চাই
বাকরুদ্ধ দেশ মুক্তি পাক।
প্রবাস ভবন ,
লেস্টার সিটি ,ইংল্যান্ড।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০