বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ অপরাহ্ন

জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দল গুলোর বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৩.৩৩ এএম
  • ১০৭ বার পঠিত

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ গ্রহণ করে নি।

বুধবার (১৮ জুন ২০২৫ইং), বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হয়।

দ্বিতীয় পর্যায়ের তৃতীয় বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ গ্রহণ করেন।

জামায়াতের প্রতিনিধিদলে রয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ।

আলোচনায় সব রাজনৈতিক দল অংশ নেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, সিপিবি, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আজকের আলোচ্য সূচির মধ্যে রয়েছে অসমাপ্ত আলোচনা শেষ করা, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) ও রাষ্ট্রপতি নির্বাচন।

বৈঠকে উপস্থিত আছেন জাতীয় ঐকমত্য সদস্য আবদুল মুয়ীদ চৌধুরী, সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com