কামিনী ফুলের মিষ্টি ঘ্রাণে
জুড়ায় আমার প্রাণ,
রাত্রি বেলা নাকে আসে
কামিনী ফুলের ঘ্রাণ।
সাদা সাদা ফুল গুলো
রাত্রি বেলা ফোটে,
মন পাখিরা পাগল হয়ে
ফুলের পানে ছোটে।
পাতার ফাঁকে ফুল গুলো
উঁকি দিয়ে ডাকে,
পাক পাখিরা করে বাসা
ডালের ফাঁকে ফাঁকে।
ফুলের লাগি সবুজ পাতা
দেখা নাহি যায়,
কামিনী ফুলের মিষ্টি ঘ্রাণে
জুড়ায় আমার হৃদয়।
সদর, পিরোজপুর।