কামিনী ফুলের মিষ্টি ঘ্রাণে
জুড়ায় আমার প্রাণ,
রাত্রি বেলা নাকে আসে
কামিনী ফুলের ঘ্রাণ।
সাদা সাদা ফুল গুলো
রাত্রি বেলা ফোটে,
মন পাখিরা পাগল হয়ে
ফুলের পানে ছোটে।
পাতার ফাঁকে ফুল গুলো
উঁকি দিয়ে ডাকে,
পাক পাখিরা করে বাসা
ডালের ফাঁকে ফাঁকে।
ফুলের লাগি সবুজ পাতা
দেখা নাহি যায়,
কামিনী ফুলের মিষ্টি ঘ্রাণে
জুড়ায় আমার হৃদয়।
সদর, পিরোজপুর।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০