বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

সময়ের অবক্ষয় – আফতাব আল মাহমুদ

  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫, ৮.১৮ এএম
  • ১৪৭ বার পঠিত

 

এখন সময় মেলেছে ক্ষিপ্র ডানা
যিশুখ্রিস্টের দুহাতের মতো পেরেক করেছে বদ
মৃত সময়ের পূজিত বীণায় —
নেই অভিশাপ দোয়া,
মঞ্চ বলেন অডিয়েন্স বলেন
একই রশুনের কোয়া।

শিক্ষার নেই দায়বদ্ধতা,
চুরের তালিকা লম্বা
ভালো মানুষেরা নির্বাক যেনো ল্যাম্পপোস্টে খাম্বা।

কোরআন পড়িয়া বিজাতীরা আজ আকাশ করিছে জয়
তুমি আছো শুধু দলাদলি নিয়ে
ঐক্যের করে ক্ষয়।

জিতা মানুষের কুরআন তুমি
দোয়ার কিতাব বানিয়ে
মরা মানুষের কবরে পড়িয়া হাদিয়া নিচ্ছ শানিয়ে।

তোমার বায়াস বিবি তালাকের ফতোয়া আলমগীর
তাফসীর ভুলে ফেকার কিতাবে
করিতেছো বিড়বিড়!

প্রভুকে ভুলিয়া পীড়ের চরণে
নত করো তব শির।
মরার পরে জানি না তোমার কোথায় হইবে নীড়!

মাঠে ময়দানে গালাগালি আর
সামনে পিছনে গীবত
‘মরা ভাইএর মাংস খাচ্ছ’, নবীজির নসিহত।

প্রতিহিংসার কবলে পড়িয়া বলিছো যাহাকে কাফির
মনগড়া এই মিথ্যে বয়ানে
হতে পারো তুমি নকীর

বাজিলো সেদিন মরুর আকাশে বিশ্ব নবীর বীণা
নুয়ে নয় তাঁরা হকের সামনে
সটানে দাঁড়ায় সিনা।

বিশ্বাস এবং অবিশ্বাসের
দর কষাকষি চলছে,
লাঠিসোঁটা আর জবরদস্তী,
কোণঠাসা আর কনুইকুস্তী
মাঠের ভিতর বন্যহস্তি
নেই কানাকড়ি স্বস্তি
আলদ সাঁপের পঁণার ভিতর হজার মতের অস্থি!

সিলেট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com