ফুটলো একটি ফুল সুদূর
মরুর বিয়াবানে,
সেই ফুলেরই খুশবু ছড়িয়ে
গেল ত্রিভূবনে।
সেই গোলাপের ঘ্রাণে ঘ্রাণে
ছোটে হিয়া মুমিনের,
ছুটে যায় হিয়া মরুদ্যানে
কুল কুল সাগরের।
বিমোহিত সবে ঘ্রাণে ঘ্রাণে
ধরণীর দিকে দিকে,
সৃষ্টি কুল উল্লাস করে
খুশির বন্যা চতুর্দিকে।
মরু ফুল ঘ্রাণ ছড়ায়
কী যে মধুর ওই ঘ্রাণে,
সে ঘ্রাণে বিমোহিত সবে
পাগল পারা মনে প্রাণে।
সেই ফুলেরই ঘ্রাণে ঘ্রাণে
আত্মহারা বিশ্বময়,
কে কে যাবি ছুটে আয়
ফুল তুলিতে মরু সাহারায়।
সেই ফুলেরই মাধুরী নাম
মোহাম্মদ রসূল ,
জ্বিন-ইনসান নাম শুনিলে
প্রাণে হয় ব্যাকুল।
খুলনা,বাংলাদেশ।