ফুটলো একটি ফুল সুদূর
মরুর বিয়াবানে,
সেই ফুলেরই খুশবু ছড়িয়ে
গেল ত্রিভূবনে।
সেই গোলাপের ঘ্রাণে ঘ্রাণে
ছোটে হিয়া মুমিনের,
ছুটে যায় হিয়া মরুদ্যানে
কুল কুল সাগরের।
বিমোহিত সবে ঘ্রাণে ঘ্রাণে
ধরণীর দিকে দিকে,
সৃষ্টি কুল উল্লাস করে
খুশির বন্যা চতুর্দিকে।
মরু ফুল ঘ্রাণ ছড়ায়
কী যে মধুর ওই ঘ্রাণে,
সে ঘ্রাণে বিমোহিত সবে
পাগল পারা মনে প্রাণে।
সেই ফুলেরই ঘ্রাণে ঘ্রাণে
আত্মহারা বিশ্বময়,
কে কে যাবি ছুটে আয়
ফুল তুলিতে মরু সাহারায়।
সেই ফুলেরই মাধুরী নাম
মোহাম্মদ রসূল ,
জ্বিন-ইনসান নাম শুনিলে
প্রাণে হয় ব্যাকুল।
খুলনা,বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০