ইতালি প্রতিনিধি:
ইতালির বেশিরভাগ মানুষ রোমান ক্যাথলিক খ্রিস্টান ধর্মের অনুসারী। এছাড়াও, ইতালিতে মুসলিম, ইহুদি, হিন্দু, এবং বৌদ্ধ ধর্মাবলম্বী ছোট ছোট সম্প্রদায়ও রয়েছে।
সেই খ্রিস্টান অধ্যুষিত এলাকায় আল কোরআনের আলো ছড়িয়ে দিতে তরপিনাতারা মুসলিম সেন্টার (টিএমসি) মাদ্রাসা অগ্রণী ভুমিকা পালন করছে।
ইতালির রোম শহরের বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাতারা মুসলিম সেন্টার (টিএমসি) মাদ্রাসার ফাইনাল পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসায় হিফজ বিভাগ, নাজেরা বিভাগ, কায়দা বিভাগে প্রায় ৭০ জন ছাত্র পরিক্ষায় অংশ গ্রহণ করেছে। মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আবুল কালাম ও সহকারী শিক্ষক হাফেজ জুবায়ের আহমদ, ইমরান আহমদ পরিক্ষার কার্যক্রম পরিচালনা করছেন।
মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে প্রতিষ্ঠানটি উত্তরোত্তর সফলতার দিকে এগিয়ে যাচ্ছে।