ফ্যাসির হাতে রিমুট রেখে
পাইলট উড়ায় মুড়ির টিন
কচিকাঁচা প্রাণ হারালো
জাতি তবু সঙ্গা হীন
হুজুগ প্রিয় জনতা সব
নিজের চোখে দেখেনা কেউ
বুঝতে চায় না কোনটি পুকুর
কোনটি হলো সাগর ঢেউ
ভাবে তারা হাঙ্গামাতে
করে ফেলবে বাজিমাৎ
পরে দেখে নিজের হাতে
কাটছে তারা নিজের হাত
সকল স্তরে ফ্যাসিনারা
এই কথা কেউ বোঝে না।
চায়ের কাপে ঝরটা তোলে
আসল সত্য খোঁজে না।