আপন আপন করে বেড়াই
আপন নয়তো কেঊ,
সুখের সময় সুখপিয়াসী
তুলে নানা ঢেউ।
যেদিন আমি মরে যাবো
কাটবে সবাই বাঁশ,
সবাই মিলে কবর ঘরে
রেখে আসবে লাশ।
বাড়ি গাড়ি দালান কোটা
রইবে পড়ে একা,
এমন দেশে চলে যাবো
পাবো না তার দেখা।
কাঁথা বালিশ আলো দরজা
থাকবে নাকো সেথা,
সারাজীবন যা করিলাম
পুরোটাই যে বৃথা।
আমল আখলাক সাথে যাবে
ঈমান থাকলে পাকা,
শেষ নিদানে তবেই ঘুরবে
ভালো কর্মের চাকা।
ধান্দাবাজি ফাঁকিবাজি
ছেড়ে হই যে সোজা,
আখেরাতে মিটবে কিছু
পাপ- তাপের বোঝা।
কমলগঞ্জ, মৌলভীবাজার।