আপন আপন করে বেড়াই
আপন নয়তো কেঊ,
সুখের সময় সুখপিয়াসী
তুলে নানা ঢেউ।
যেদিন আমি মরে যাবো
কাটবে সবাই বাঁশ,
সবাই মিলে কবর ঘরে
রেখে আসবে লাশ।
বাড়ি গাড়ি দালান কোটা
রইবে পড়ে একা,
এমন দেশে চলে যাবো
পাবো না তার দেখা।
কাঁথা বালিশ আলো দরজা
থাকবে নাকো সেথা,
সারাজীবন যা করিলাম
পুরোটাই যে বৃথা।
আমল আখলাক সাথে যাবে
ঈমান থাকলে পাকা,
শেষ নিদানে তবেই ঘুরবে
ভালো কর্মের চাকা।
ধান্দাবাজি ফাঁকিবাজি
ছেড়ে হই যে সোজা,
আখেরাতে মিটবে কিছু
পাপ- তাপের বোঝা।
কমলগঞ্জ, মৌলভীবাজার।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০