যেমন খুশি তেমন লিখি
উড়াই ইচ্ছে ঘুড়ি,
শিশু যৌবন কিশোর গেলো
হবো এবার বুড়ি।
কত নাটাই দেখলাম ভবে
কত রঙের বাহার,
আসল নকল বুঝতে চিনতে
সাধ্য আছে কাহার?
স্বাধীন দেশে স্বাধীনতা
ফিরলো অন্য বেসে,
খুন-খারাবি করে বেড়ায়
দিব্যি চলে হেসে।
এরই নাম কি স্বাধীনতা
ভাবতে অবাক লাগে,
শাশুড়ি কে মেরে যেমন
বৌমা উঠে জেগে।
যাহার যেমন চলছে ভবে
দেখছে সবাই চেয়ে,
মুখ খুলেনা ভয়ে কেহ
আসবে মরণ ধেয়ে।
কত যুগের নাম শুনেছি
পড়ছে না তা মনে,
দেখা কিন্তু হয়ে গেছে
বলি যুগের সনে।
প্রভুর কাছে মোনাজাতে
দু’হাত তুলে বলি,
পাপের কাজে নাহি থেকে
পূন্যের পথে চলি।
পতনউষার, কমলগঞ্জ, মৌলভীবাজার, সিলেট।