আলু,পটল, ও বেগুন,
কাঁচা মরিচে লেগেছে আগুন।
ঢেঁড়স, ঝিঙে ও টমাটো,
বাজারে যাবো চড়ে অটো।
কুমড়ো,ছাচি ও মিষ্টি লাউ,
বাজারের নাম রাখলো বউ।
বাঙ্গি, তরমুজ ও শশা,
গায়ে দাগ,খাইছে মশা।
করলা,কাকরুল ও কালাই,
একসাথে সবাই বাজারে যাই।
লাল,পুই ও কলমি শাক,
পঁচা মাছ টাটকা দিয়ে ঢাক।
স্টোর আর বাড়ির বুড়া আলু,
কোনটি নিবেন ভাবছেন খালু।
মাগুর,কই আর টেংরা,
পাতিলে আনছে এক চেংরা।
বড় পাঙ্গাশ, কাতলা আর রুই,
গোটা নয় কেটে কুটে নেই।
গরু আছে, আছে খাসি,
কর্তা গলা ছেড়ে দেয় কাশি।
ফর্দিটা এমনি লম্বা হয়,
ফর্দিটা পকেটে আরো কত কথা কয়।