মনটা আমার নয় ভালো নয়
চার দিকে ওই হচ্ছে কী ক্ষয়
আমরা আছি কই?
গাজার মানুষ মরছেরে ভাই
চিকিৎসা নাই, খাবারও নাই
কেমনে বলো সই।
জাতিসংঘের দাজ্জালেরাই
বামচোখেতে ডান দেখেনাই
আসলে যে তাই,
চারপাশেতে যারাই আছে
ঈমান নাহি তাদের আছে
নাই ভেদাভেদ নাই।
হাসপাতালের বেডে মরে
চিকিৎসা নাই তাদের তরে
খাবার পায়না হায়,
মানবতার ভীষণ অভাব
হিংস্রতা নয় মানব স্বভাব
নাই কি কারো দায়?
নবীগঞ্জ।