বাল্যকালের সইগুলো সব কোথায় গেলো কই,
স্মৃতিচারণ বুকে নিয়ে রাতের আকাশ ছুই।
আকাশ বুকের তারার মেলায় কে কে হলো সাথী,
তাদের শোকে স্মৃতি বুকে কষ্ট দিবস রাতি।
আছি যারা ধরার মাঝে দুচোখ মেলে দেখি,
সবার জন্য হৃদয় আকুল এ কবিতাটি লিখি।
স্কুলেতে যেতাম সবে মনে আনন্দ উচ্ছ্বাসে,
গল্প হতো হাসি খুশী পাঠদানের অবকাশে।
শিক্ষক,শিক্ষীকা ছিলেন কত বিশ্বাসী মায়াময়,
শিক্ষা দীক্ষায় প্রত্যেকেই জীবন জয়ীতায় জয়।
ব্যানার্জি,গীতা,রমা ছিলেন মমতায় জড়ানো সুখ,
আদর্শ শিক্ষকদের স্মৃতি চারণে কেটে যায় সব দুখ।
আগ্রাবাদ স্কুল স্বমহিমায় আছে এখনও জেগে,
স্বগৌরবে আলোকিত জীবন গড়তে স্বর্বোত্তম ত্যাগে