সন্ধ্যা বেলা বন্ধ ঘরে ফোকলা দাদু ঘুমে,
মশা এসে প্যানপ্যানিয়ে দাদুর গালে চুমে।
স্বপ্নে বিভোর দাদু তখন শুনছে হিন্দি গান,
এই সুযোগে ডেঙ্গু মশা দিচ্ছে রক্তে টান।
ইতিমধ্যে শত মশা বসছে দাদুর টাকে,
গানের আসর জমছে ভাল প্যানপ্যানানি ডাকে।
চারিদিকে ঘুরছে মশা হয়ে তাহার ভক্ত,
ঘুমের মধ্যে হাসছে দাদু খাচ্ছে মশা রক্ত।
এমন সময় নাতি এসে দেখে মশার কাণ্ড,
দাদুর গালে লাঠি মেরে করে লণ্ডভণ্ড।
আঘাত পেয়ে উঠলো দাদু তেলেবেগুনে জ্বলে,
স্বপ্ন তাহার হারিয়ে গেল ঘুম ভাঙানির ফলে।
হুড়মুড়িয়ে উঠে দাদু ঝরছে মাথায় রক্ত,
আঘাতটা যে কেমন ছিল বিনি ভাষায় উক্ত।
চিৎকার শুনে দিদা এসে ধরলো নাতির কানে,
এই সুযোগে মশা গুলো পালিয়ে বাঁচে প্রাণে।