আমাদের দেশের প্রকৃতি বড় বৈচিত্র্যময়,
দুই মাসে একটি ঋতু পরিবর্তন হয়।
নতুন ঋতুর ছোঁয়ায় প্রকৃতি দেয় রূপের বাহার,
ফুল, ফল ও ফসল উৎপাদনে আমাদের দেয় উপহার।
গ্রীষ্মের তাপদাহে খালবিল আর নদীনালা যায় শুকিয়ে,
রসালো ফল মধুমাসে সুগন্ধে যায় মন ভরিয়ে।
বর্ষার আগমনে মাঠ ঘাট ফিরে পায় প্রাণ,
কৃষকরা তা দেখে চারা রোপন করতে যান।
হেমন্তে হলুদ রঙ্গের প্রাচুর্য থাকে বেশি,
নতুন ধানের আগমনে কৃষকের মুখে হাসি।
কনকনে শীতে মানুষ যখন হয় জড়োসড়ো,
নানারকম শাকসবজি ও ফল খেয়ে দেহ রোগমুক্ত করো।
ঋতুরাজ বসন্তে নতুন গাছের পাতায় ফোটে ফুল,
মালতী,মল্লিকা কবরীর সাথে বাদ যায় না পারুল।