চোখে হাজার স্বপ্ন নিয়ে
গেল যারা স্কুলে,
কে জানতো হায় ফিরবে না আর
তারা মায়ের কোলে।
মাইলস্টোনের ঐ ছাদে যখন
পড়লো উড়োজাহাজ,
এক পলকেই স্বপ্ন সবই
ধ্বংস হলো আজ।
কত কোমল জীবন গেলো
কতক হয় আহত,
আপনজনের আর্তনাদে
হৃদয় হলো ক্ষত।
এ কোন পাপের শাস্তি প্রভু,
কেমন ভয়াল সাজা,
বাংলাদেশটা আজকে যেন
আরেক নতুন গাযা!