দেশের মায়া ছেড়ে দিয়ে আমি
গেলাম পরবাসে,
দিবানিশি কাজ ও কর্ম করে
শরীর ঘামে ভাসে।
নিজের খাবার রান্না করি আমি
ডিউটি থেকে এসে,
জামাকাপড় পরিষ্কার রাখি
সাবান দিয়ে ঘষে।
বুকের আমার কষ্ট চেপে রাখি
থাকি হাসি মুখে,
ছেলেমেয়ে আমার ভালো থাকুক
থাকে না যেন দুখে।
সুখের পায়রা বিদেশেতে উড়ে
সদা আমি খুঁজি,
বন্ধুবান্ধব আপনজন ছাড়ার কষ্ট
পরবাসে বুঝি।
ঘুমের ঘরে আসে না ঘুম আমার
থাকি নিশি জাগি,
মনটা আমার উড়ুউড়ু করে
প্রাণের বন্ধুর লাগি।