তোমরা জাতির ফুল হবে গো
তোমরা হবে দিশা,
তোমার তরে বাংলাদেশ হতে
জানাই ভালোবাসা।
তোমরা নতুন তুলে ধরবে
জাতির ইতিহাস,
এটাই শপথ ছুঁয়ে করো
পিতামহের লাশ।
বসনিয়া উঠলো জেগে
বিশ্বে সবার মাঝে,
মহান জাতির মহানন্দ
খুশির বাদ্য বাজে।
তোমাদের দেশ স্বাধীন দেখে
আমরা অনেক খুশি,
খুশি সকল লাঞ্ছিত দেশ
খুশি বিশ্ববাসী।