টাকার মেশিন ভাবে সবাই
আমরা প্রবাসী,
আপনজনের কথা ভেবে
চোখের জলে ভাসি।
সুখের আশায় নিজে কাঁদি,
মানেনা তো জলের বাঁধ,
দেশের মাটির গন্ধ পেতে
হৃদয়ে জাগে সাধ।
দেশের ভালো চেয়ে মোরা
করছি মহান কাজ,
মোদের প্রাণে নেই যে কোনো
স্বার্থপরের সাজ।
পরের দেশে দিন কাটে
রোদ-বৃষ্টির সাথে,
তবু প্রাণে স্বপ্ন বুনি
ফিরব আপন পথে।
তবু মনে সুখ যে নেই
আসে না সে প্রহর,
প্রিয়জনের অবহেলায়
কাঁদি নিরন্তর।
আল্লাহ তুমি সুযোগ দিও
ফিরব নিজের ঘরে,
প্রিয়জনকে দেখব আমি
আমার দু’চোখ ভরে।