কোরআনের বাণী প্রচারে,
সঁপে দিলেন জীবনখানি।
কোরআনের পাখি আল্লামা সাঈদী,
দেশ-বিদেশে যার নাম শুনি।।
মাহফিলের ময়দানে মধুর কণ্ঠে,
খোদার পথে আনেন ডেকে।
হিন্দু মুসলমান ভেদাভেদ ভুলে,
শুনে জুড়ায় প্রাণ প্রত্যেকে।।
বিধর্মীরা ঈমান এনে
আসে শান্তির ছায়ায় তলে।
খারাপ লোকটি ভালো হয়ে,
খোদার নামটি শুধু বলে।।
সদা সত্যের কথা বলেন,
পায় নি কভু শত্রুকে ভয়।
দশটি বছর কারাগারে থেকে,
অবশেষে তার মরণ হয়।
খোদার কাছে দু হাত তুলে,
বলি সবাই যে বারে বার।
আল্লামা সাঈদকে জান্নাত দাও,
হে পরোয়ার দিগার।