তোমরা যখন অডিও করো
গান গেয়ে যাও ফেসবুকে,
আমরা তখন ইতিহাসের
কাহিনী সব নেই টুকে।
তোমরা যখন নাচ করে যাও
ইন্সটাগ্রাম ও টিকটকে,
আমরা শিখি সাহিত্য আর
শিখিয়েও দেই অন্যকে।
তোমরা ভাবো অনলাইনেই
জীবনের সব আনন্দ,
কিন্তু মোদের সহজ সরল
জীবন নেহাত না মন্দ।
মিশিগান, আমেরিকা।