সব শিশুই ফুলের মতো
নিষ্পাপ তার প্রাণ,
উচিত মতো শিক্ষা পেলে
বাড়বে দেশের মান।
সুশিক্ষা আর যত্ন দিয়ে
গড়ো জীবন তার,
জীবন যুদ্ধে জয়ী হবে
হবে নাকো হার।
শিশুর কাছে নেই ভেদাভেদ
আপন কিংবা পর,
বড়ো হয়ে বদলে কেন
এটা কেমন তর।
চরিত্র পাঠ আর নীতি শিক্ষা
নেই যে এখন পাঠে,
তাইতো শিশু হোঁচট খায়
জীবন গড়ার মাঠে।
ওদের মনে চাষ করা চাই
ভালো মন্দ জ্ঞান,
বিপথগামী হয় না যেন
রাখতে হবে ধ্যান।
মূল্যবোধ আর দেশপ্রেমের
শিক্ষা দেবো বেশ,
এই শিশুটি বড়ো হয়ে
শাসন করবে দেশ।
ভারত।