প্রতিটি রাতের স্বপ্নগুলো
চিনতে শেখায় ভয়-
প্রিয় জন চলে যাওয়াতে
হতাশা গ্রস্ত নয়।
অভিযোগ আর অভিমান
মিলে মিশে থাকে,
আপনজন নেই কাছে
কি হয়েছে তাতে!
একটা দীর্ঘশ্বাস
বিজয় সেজে আসে,
জীবনের মূল্য বাড়াবো
থাকুক না কেউ পাশে।
জীবনটা সঙ্গী হীন
অনেক কিছু বুঝে,
ভালোবাসার প্রেমিক কে
দিন প্রতিদিন খুঁজে।