জুলাই মাস স্মরণ করায় নতুন দিনের কথা,
জনতার জাগরণে, ভাঙলো সকল বাধা।
শিক্ষার্থী আর জনগণ, কাঁধে কাঁধ রেখেছিল,
অন্যায়ের বিরুদ্ধে তারা, এক হয়ে লড়েছিল।
শান্তির দাবি নিয়ে, গর্জে উঠেছিল,
সাহসী প্রাণে সবাই, ভয়কে জয় করেছিল।
সেদিনের সেই লড়াই, দেখালো বিজয়ের পথ,
গণমানুষের শক্তি, ভাঙলো পরাধীনতার রথ।
শত বাধা পেরিয়ে, ভোরের রবি উঠেছে,
মুক্তির আলোয় হাসে, প্রাণের কলি ফুটেছে।
এই দিনে স্মরণ করি শহীদদের যত অবদান,
তাদের রক্তে পেয়েছি নতুন বাংলা, মুক্তির নিশান।