কোটা সংস্কার আন্দোলনে, সরকারের হয় পতন।
ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এই নির্যাতন।
অতীতের সব আন্দোলন প্রত্যক্ষ করেছি আমরা,
ছাত্রদের শক্তি আর মনোবলে জয়ী হয়েছে বীরেরা।
পুলিশ ও ছাত্রলীগের হামলায় নিহত হাজার শিক্ষার্থী,
ক্ষমতার জোরে এরা দেশে থাকতে পারে কি?
অতীতের এত রক্তপাত দেখেনি বাংলাদেশ,
স্বৈরাচারী ক্ষমতা দল করেছিলো সকল আদেশ।
নিহত হয়েছে ছাদে শিশু, বারান্দায় থাকা কিশোর কিশোরী,
এভাবে শিশুরা রক্তপাত হবে কেউ ভাবেনি।
তাজা তাজা রক্ত সেদিন অঝোরে পড়ে প্রাণ,
ছাত্র জনতার সড়ক অবরোধ দিচ্ছিলো বিভিন্ন স্লোগান।
সরকারের পদত্যাগ ঘেরাও করে গনভবন,
পিছিয়ে পড়েনি আবু সাঈদ, মুগ্ধের আন্দোলন।