শোকের স্রোতে আগষ্ট এলে
কাঁদছি অনেক দিন।
জুলাই মাসে নতুন করে
শোধতে হবে ঋণ।
আমার দেশে নানা রেষে
চলছে কত হাল,
রাজনীতিতে ভরে গেছে
কুচক্রেরই চাল।
শোকের মাসেও থামেনি কেউ
করতে খারাপ কাজ,
খাইছে ওরা মনুষ্যত্ব
খাইছে শরম লাজ।
শ্রদ্ধা জানাই সেসব ভাইদের
যারা দিলো প্রাণ,
দেশকে ভালোবেসেই তারা
মৃত্যুর নিলো ঘ্রাণ।
মরে ওরা বেঁচে গেলো
রেখে গেলো মান,
স্বজনদের বুক কষ্টে হলো
ভেঙ্গে আট খান।
তাদের শোকে স্বজন কাঁদে
কাঁদে রাষ্ট্রের জন,
বন্ধু- বান্ধব সবার বুঝি
ভেঙ্গে গেছে মন।
কিছু মানব সুযোগ খুঁজে
মাথায় ভাঙ্গে বাঁশ,
ফেব্রুয়ারি জুলাই আগস্ট
শোকাবহ মাস।
পতনউষার, কমলগঞ্জ, মৌলভীবাজার, সিলেট।